আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরাঞ্চলের অধিবাসীরা এখনো ত্রানের অপেক্ষায় দিন গুনছেন।কৃষি অধ্যুষিত সুনামগঞ্জ ও সিলেটে আগাম বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সুনামগঞ্জের হাওর অঞ্চল পরিদর্শন করেছেন। সরকার বিষয়টি অত্যন্ত  গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্ষতিগ্রস্থদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে। সরকার ঘোষিত একশ’ দিনের কর্মসূচী -যেখানে দেড় লাখ পরিবারের প্রতিটিকে ত্রিশ কেজি চাল ও পাঁচশ’ করে টাকা দেয়া হবে। যদিও ঘোষিত ত্রান কার্যক্রম প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল-  বলছেন স্থানীয়রা।আর তাই সিলেট বিভাগসহ দেশের অন্যান্যস্থান থেকে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকেই। জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. একে আব্দুল মোমেন, আজ সোমবার (৮ মে) থেকে ২৮ মে পর্যন্ত হাওর অঞ্চলের সকল প্রাইমারি স্কুলে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ বিতরণ করবেন। বিষয়টি সিলেটভিউ২৪ডটকমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের ১৮ নং ওয়ার্ডের সভাপতি জাবেদ সিরাজ।
তিনি জানান, আজ দিরাই রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক মাসের পরিবারের খাবার হিসেবে ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল এবং ২ লিটার তেল দেওয়া হয়েছে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে এক সপ্তাহের ভিতরেই ড: মোমেনের ব্যাক্তিগত উদ্যোগে এবং প্রবাসীদের সহযোগীতায় এক হাজার শিক্ষার্থীর পরিবারকে এরকম ত্রাণ সহযোগীতা দেওয়া হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ বিশেষ করে দিরাই-শাল্লা এলাকার মানুষের সহযোগিতায় দেশি-বিদেশি, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn