দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট চরমে, জনজীবনে দূর্ভোগ
দক্ষিন সুনামগঞ্জে ঈদের ২য় দিন থেকে বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং এর কারনে জীনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২/৩ ঘন্টা বিদ্যুৎ থাকে। যার ফলে প্রচন্ড গরমে মানুষ আজ বেসামাল! ফ্যান ঘুরছে না, মাংস ভর্তি ফ্রীজ সেটাও চলছে না।হাওর অঞ্চলের মানুষ সাধারনত ঈদে আত্বীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু বিদ্যুৎ এর লাগামহীন লোডশেডিং কারনে তার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে।
জানা যায় ঘনঘন লোডশেডিং কারনে পুরো উপজেলায় সাধারন মানুষের মনে চরম অসন্তোষ বিরাজ করছে।উপজেলার শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী বোরহান উদ্দিন বলেন, আমাদের ছুটি নাই, ব্যবসা করে জীবন চালাতে হয় কিন্তু বিদ্যুৎ এর লোডশেডিং কারনে সকাল সকাল দোকানটা বন্ধ করে দিতে দেয়, এখন আয় রোজকার অনেকটা কমে গেছে। এভাবে চলতে থাকলে জানিনা ভাগ্য কি অপেক্ষা করছে।ব্যবসায়ী খালেদ হাসান জানান, সত্য কথা বলতে কি আমাদের দক্ষিণ সুনামগঞ্জে “বিদ্যুৎ যায়না মাঝে মধ্যে আসে”।এদিকে উপজেলা বিদ্যুৎ অফিস কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করলে উনারা ফোন রিসিভ করেননি।