দলিতদের প্রতি হিন্দুদের ঘৃণার মনোভাব পরিবর্তন না হলে ধর্মত্যাগে’র হুঁমকি
দলিতদের প্রতি মনোভাব যদি না বদলায় তাহলে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করবেন, এমনটাই ঘোষণা করলেন ভারতের উত্তর প্রদেশের বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। বিজেপি ও আরএসএস দলিত, উপজাতি ও ধর্মান্তরিতদের প্রতি ঘৃণার মনোভাব পরিবর্তন না করলে তিনি নিজে হিন্দুত্ব ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে তিনি বলেন, পুজো-অর্চনা, ধর্ম থেকে সময় পেলে তবে তিনি রাজ্য পরিচালনা করবেন। তিনি সবসময় ব্যস্ত থাকেন এসব নিয়েই। আজমগড়ে একটি জনসভায় গিয়ে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেন, হিন্দু ধর্মের বর্ণ বিদ্বেষের জন্যই দীর্ঘদিন ধরে দলিত, উপজাতি ও পিছিয়ে পড়া মানুষকে ক্রীতদাসের মত থাকতে হয়েছে। মায়াবতী আরও উল্লেখ করেন, আজ তারা শিক্ষা, চাকরি, রাজনীতি বা অন্যান্য অধিকার পেয়েছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্য, কোনও হিন্দু দেব-দেবীর কৃপায় নয়। বিজেপি ও আরএসএসকে আক্রমণ করে তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির বা অন্য কোনও মন্দির হলে তাতে গরীবদের কিছুই হবে না। তাতে বেকারত্ব বা দারিদ্র কোনওটাই ঘুচবে না।