দিরাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য খোরশেদ আলমের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. নুর জালাল দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল বরাবরে প্রকল্পের দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন।অভিযোগ তিনি উল্লেখ করেন, ইউনিয়নের কামালপুর গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি হইতে প্রধান সড়ক পর্যন্ত নির্মাণ প্রকল্প নং ৮ এর কাজের জন্য ২৫ জন শ্রমিকের মজুরী বাবদ দুই লক্ষ টাকা বরাদ্দ দেয় সরকার।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য খোরশেদ আলম উক্ত প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ৮ সপ্তাহের প্রকল্পের মধ্যে ৫ সপ্তাহের কাজ করিয়েছি এবং ৫ সপ্তাহের কাজের বিল আমি উঠিয়েছি, বন্যার কারণে নৌকা দিয়ে মাটি কাটা হয়।