দিরাইয়ে গায়ে কোরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা
দিরাইয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে অনিমা রায় (৪২) নামের এক গৃহবধু। বুধবার (২৪ মে) পুর্বদিরাই গ্রামে গৃহবধু অনিমা রায়ের বাবা গোপী রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাও গ্রামের হরি দাস রায়ের ছেলে রনেন্দ্র রায়ের সাথে বিয়ে হয় অনিমার। বিয়ের কয়েকবছর পর থেকে স্বামীর সাথে তার বনিবনা হচ্ছিল না, এরপর অনিমা তার এক কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসে, গত ৩ বছর ধরে স্বামী রনেন্দ্র স্ত্রী-সন্তানের সাথে কোন ধরনের যোগাযোগ রক্ষা করেনি, যার ফলে হতাশাগ্রস্থ হয়ে সে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পাগলের মত হয়ে পড়ে। ঘটনার দিন মা মন্দিরে, বাবা বাজারে ও মেয়েটি স্কুলে ছিল, ঘরে আর কেউ ছিল না, ঘরের দরজা বন্ধ করে সে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়, বাবা গোপী রায় বাজার থেকে বাড়ি ফিরে দরজা খোলে দেখতে পায় তার মেয়ে অনিমা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জের প্রেরণ করছে। দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান- সে মানসিক ভারসাম্যহীন ছিল, একটি রোমের ভেতরে লক করে সে আগুন লাগিয়ে দিলে সে মারা যায়, পুলিশ সাড়ে তিনটায় খবর পেয়ে লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জে প্রেরণ করে।