দিরাইয়ে যুব সংগঠকদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন
দিরাইয়ে যুব সংগঠকদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনাগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালনক হারুন অর রশিদ খান, সহকারি পরিচালক শাহানুর আলম ও জাইকার ইউডিএফ আবুল হোসেন ভূঁইয়া। আলোচনায় অংশ নেন- ভাটিবাংলা যুব সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান লিটন,সহ-সভাপতি আবু হানিফ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, মধুপুর মানব সেবা পরিষদের সভাপতি নেজাবুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি তৌফিক এলাহি, ঝরনা রানী দসি, হেপী রানী দাসসহ যুব সংগঠনের সদস্যবৃন্দ।
সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজের গুরুত্বারোপ উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তৌহিদুজ্জামান পাবেল বলেন- প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সংগঠন ভিত্তিক যুবরা স্বেচ্ছাসেবী হিসেবে সম্পৃক্ত হলে অনিয়ম দুর্নীতি রোধ করা সম্ভব। প্রশিক্ষিত যুবরাই জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারবে। এজন্য সকলকে অধিকার বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।