দিরাইয়ে ১৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
দিরাই উপজেলার রাজানগর ও চরনারচর ইউনিয়নে আয়োডিন যুক্ত লবণ এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল গ্রহণের উপকারিতা বিষয়ক প্রচারাভিযান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার রাজানগর ইউনিয়নের উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং চরনারচর ইউনিয়নের শ্যামারচর উচ্চ বিদ্যালয়ে এ প্রচারাভিযান অনুষ্টিত হয়েছে। প্রচারাভিযানে আয়োডিন যুক্ত লবণ এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল গ্রহণের উপকারিতা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজানগর ইউপি সদস্য আজাদ মিয়া, অভিজিৎ তালুকদার, দি হাঙ্গার প্রজেক্টর দিরাই উপজেলা সমন্বয়কারী মাহবুব হোসেন, হিসাব রক্ষক একে কুদরত পাশা, চরনারচর ইউনিয়ন সমন্বয়কারী সুকুমার তালুকদার, দিরাই সরমঙ্গল ইউনিয়ন সমন্বয়কারী স্বপ্না প্রমূখ। প্রচারাভিযানে দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এবং গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রেশন এর সহযোগিতায় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াভিন তেল করে ১শ ৪০টি পরিবারের মধ্যে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।