দিরাই তুহিন হত্যাকাণ্ড: জবানবন্দি শেষে কারাগারে বাবা
সুনামগঞ্জ:সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে খুনের ঘটনায় তার বাবা আবদুল বাছির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুনামগঞ্জের বিচারিক হাকিম মো. খালেদ মিয়ার আদালতে শুক্রবার বিকেলে জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, সুনামগঞ্জের দিরাইর উপজেলার রাজা নগর ইউনিয়নের কেজাউরা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশু তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তুহিনের বাবাসহ ৫জনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গত ১৫ অক্টোবর বাবা আব্দুল বছির ও চাচা মোছাব্বিরসহ তিনজনের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার খাস কামরায় নেয়া হয় তুহিনের পিতা আব্দুল বছিরকে। সেখান থেকে বছিরসহ বাকি তিনজনকে কারাগারে প্রেরণ করেন আদালত।