দিরাই: ৩ খুন, ডাকাতিসহ ১১ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
দিরাই উপজেলার জারলিয়া জলমহালে ৩ খুন এবং ডাকাতিসহ ১১ মামলার আসামী কাওছার আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পবিার ভোর রাতে দিরাই এবং জগন্নাথপুর উপজেলার মধ্যবর্তী নলুয়ার হাওর থেকে র্যাব’৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। কাওছার দিরাই থানার টঙ্গর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার কাওছার আহমদকে গ্রেপ্তারের জন্য দিরাই থানার টঙ্গর গ্রাম পার্শ্ববর্তী নলুয়ার হাওরে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবারই) তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, কাওছারকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি। তিনি জানান, কাওছারের বিরুদ্ধে ৩ টি ডাকাতির মামলা, ৩ খুনসহ ১১ টি মামলা রয়েছে।