দেশের নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের সঙ্গে ইমরানের বৈঠক
বার্তা ডেস্ক :: পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিসহ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর, পশ্চিম সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। দেশটির প্রভাবশালী গণমাধ্যম একপ্রেস ট্রিবিউন জানায়, সীমান্ত রক্ষায় পাকিস্তান সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত ও চলমান আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়টিও আলোচনা হয়েছে। দেশটিতে সরকারবিরোধী চলামান আন্দোলনের মধ্যে এ বৈঠককে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে ইসলামাবাদসহ কয়েকটি স্থানে বিরোধীরা বেশ কিছুদিন ধরে জড়ো হয়েছেন।তারা এ আন্দোলনের নাম দিয়েছেন আজাদী মার্চ। প্রসঙ্গত, গত ৫ আগস্ট থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এর পর থেকে প্রতিবেশী দেশ দুটিতে উত্তেজনা বাড়তে থাকে। সৌজন্যে :: যুগান্তর