ওএমএসের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে ধর্মপাশা খাদ্যগুদাম কর্মকর্তা গোলাম কিবরিয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর স্থলে একজন কর্মকর্তা ধর্মপাশা খাদ্যগুদামে যোগদান করেছেন। জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ওই কর্মকর্তা মধ্যনগর, বংশীকুন্ডা দক্ষিণ ও  বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ওএমএসের ডিলারকে না জানিয়ে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ৮১ হাজার টাকা জমা দিয়ে চলতি মাসের ১৪ ও ১৫ তারিখের বরাদ্দকৃত ৬ মেট্রিক টন চাল উত্তোলন করে তা আত্মসাত করেন। ফলে ওই সকল ইউনিয়নে দুই দিনের চাল বিক্রি হয়নি। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে গত বুধবার রাতে ধর্মপাশা খাদ্যগুদাম কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn