ধর্মপাশায় তলিয়ে গেছে ৩৯০৬ হেক্টর জমির ফসল
সাজিদুল হক সাজু-
কয়েক দিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৩৯০৬ হেক্টর জমির ফসল। শুক্রবার (৩১ মার্চ) রাতে জয়শ্রী ইউনিয়নের সাতারিয়া পাথারিয়া হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় আরও ৩২৬ হেক্টর জমির ফসল। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার বিকেল ৪টা পর্যন্ত হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে বোরো ফসলডুবির ঘটনা ঘটে।
জানা যায়- চন্দ্র সোনার থাল হাওরের সাতারিয়া পাথারিয়া ফসলরক্ষা বাঁধটি শুক্রবার রাতে ভেঙে আরও ৩২৬ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এছাড়া ডুবাইল বাঁধ দিয়ে পানি ঢুকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত আরও ৪১৬ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। মারারদারিয়ার বাঁধ ভেঙে ৩০০ হেক্টর, গুরমার বাঁধ ভেঙে ৬০০ হেক্টর, পাশুয়ার হাওর বাঁধ ভেঙে ৩৫০ হেক্টর, মেঘনার বাঁধ ভেঙে ৩০ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। কয়েক দিনের ভারি বর্ষণে উপজেলার ১৫টি হাওরের আরও ১৪০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁ কৃষক হারুন অর রশিদ বলেন- পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রকল্প চেয়ারম্যানদের গাফিলতির কারণেই প্রতি বছর হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে যায়। আমরা এসব দুর্নীতিবাজ কর্মকর্তাসহ এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন- কয়েক দিনের অতিবৃষ্টিতে এ উপজেলার বেশ কয়েকটি হাওরের বাঁধ ভেঙে ও অতিবৃষ্টিতে হাওরের ফসল তলিয়ে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন- বাঁধ ভেঙে যাতে আরও কোনো ফসলডুবির ঘটনা না-ঘটে সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে।