স্পোর্টস রিপোর্টার::৭ দিনের কোয়ারেন্টিন, সেই সঙ্গে অনুশীলনের সুযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এটাই অন্যতম দাবি। অন্যদিকে একটি অনলাইন সংবাদমাধ্যমের দাবি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) বিসিবিকে একই প্রস্তাব দিয়েছে নতুন করে। তারা বলেছে ৭ দিন ঢাকায় ও বাকি ৭ দিন শ্রীলঙ্কায় কোয়ারেন্টিনে থাকতে হবে। এবং বিসিবির প্রায় সব দাবিও তারা মেনে নিচ্ছে। যদিও তাদের চেয়ারম্যান এর আগে জানিয়েছিলেন বাংলাদেশ ৭ দিনের কোয়ারেন্টিনের কথা বলেইনি। তবে বিসিবির দাবি তারা শুরু থেকেই এসএলসিকে এই প্রস্তাব দিয়ে আসছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত এই সমস্যার সমাধানে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দুই বোর্ড। তবে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে তাদের অবস্থানে এখনো অনড় তারা। যদি শ্রীলঙ্কা কঠিন শর্ত থেকে সরে আসে তবেই এই সফর সম্ভব। বিসিবি মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটাতো আমাদের কাছে না, সিদ্ধান্তটা শ্রীলঙ্কা ক্রিকেটের। আবার বলতে হয় শ্রীলঙ্কা ক্রিকেটেরও না, আপনারা জানেন যে তাদের একটা কোভিড-১৯ নিয়ন্ত্রণ টাস্কফোর্স আছে। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তারা জানলে আমরা পরে জানতে পারবো। আমরা নির্দিষ্ট করে এখনো কিছু বলিনি। আমরা বলেছি কোয়ারেন্টিন মেয়াদ কমাতে হবে ও তার সঙ্গে আমাদের অনুশীলনের সুযোগ থাকতে হবে।’ 

জালাল ইউনুস বলেন, ‘না, এখনো আমরা কোনো ইমেইল পাইনি। আমরা তাদের আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ টাইগারদের শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে ২৭ বা ২৮শে সেপ্টেম্বর। কিন্তু সিদ্ধান্ত আসতে দেরি হলে বাংলাদেশ কি দ্রুত প্রস্তুতি নিতে পারবে! কারণ দল ঘোষণার বিষয় আছে। এখানেও দলকে ৭ দিনের কোয়ারেন্টিন করতে হবে। অনুশীলন ক্যাম্প হবে। আরো দুই দফা করোনা পরীক্ষাও করাতে হবে দলকে। আরো প্রস্তুতিরও বিষয় আছে। তবে বিসিবি নিশ্চিত করেছে তারা সব প্রস্তুতি নিয়ে রাখছে। জালাল ইউনুস বলেন, ‘আমরা প্রস্তুত। আগে যেরকম প্রস্তুতি নেয়ার কথা ছিল সেরকম নিয়ে রেখেছি। ইতিবাচক কোনো উত্তর এলে আমরা এক সপ্তাহের মধ্যে নিজেদের তৈরি করে নিতে পারবো। সেদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। দুই একদিন হয়তো এদিক সেদিক হতে পারে। বেশি দেরি করলে আবার আমাদের হয়তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।’ বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান স্পষ্ট করেই বলেছেন ইতিবাচক উত্তরের আশায় রয়েছেন তারা। তবে গুঞ্জন রয়েছে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা কোয়ারেন্টিন মেনে নিলেও জুড়ে দিচ্ছে ছোট ছোট নানা শর্ত। বিশেষ করে বাংলাদেশ দলের ডাম্মুলাতে অনুশীলন করার কথা। কিন্তু এখন নাকি লঙ্কান ক্রিকেট বোর্ড প্রস্তাব করছে হাম্মানটোটাতে করার জন্য। শহরটি কলম্বো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। বিসিবি নতুন করে অনুশীলন ভেন্যুর এই প্রস্তাব মানবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ ছাড়াও এসএলসি’র ক্রিকেটার ছাড়াও সব মিলিয়ে ৩৫ জনের বেশি বহর নিয়ে বিসিবি সফর করতে পারবে না। তবে সেটিও বাংলাদেশ মেনে নিবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। জালাল ইউনুস বলেন, ‘নির্দিষ্টভাবে আমাদের এখান থেকে কিছু বলা কঠিন। কারণ উত্তরটা ওখান থেকে আসবে। এটা এমন একটা জিনিস তাদের জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। এমন না যে শুধু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn