কোটা পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষা-নিরীক্ষার পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় একটা সমাধান আসবে। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটার বিষয়ে নতুন কিছু করতে হলে বিদ্যমান যে ব্যবস্থা তা বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। আর প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন। ওবায়দুল কাদের বলেন, নতুন করে এই ব্যবস্থার বিকাশ করতে হলে এটাকে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা যাচাই-বাছাইয়ের মাধ্যমে ন্যায়ভিত্তিক, যুক্তিভিত্তিক একটি সমাধান আসবে। সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ বিভিন্ন কোটায় সংরক্ষণের যে নিয়ম রয়েছে তা কমানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পরে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে নিয়োগের কোটা পদ্ধতি একেবারেই তুলে দেয়ার কথা বলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn