পর্দার আড়ালে সেই সুলতান যা করছেন
সাবেক ডাকসু ভিপি সেই সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, রাজনীতি থেকে তিনি কখনোই দূরে ছিলেন না, এখনও দূরে নেই। রাজনীতি থেকে দূরে থাকার প্রশ্নই উঠে না। পূর্বপশ্চিমবিডি নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি। এই নির্বাচনের জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। আর সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে যে ভূমিকা রাখার প্রয়োজন তিনি তা রাখছেন। তিনি বিশ্বাস করেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বুইয়ের ঐতিহাসিক জাতীয় ঐক্যের মতো আরেকবার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের জাতীয় ঐক্য গড়ে উঠবে। তিনি আগের মতোই বলেছেন, মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি তার রাজনীতি। সেই রাজনীতি থেকেই জাতীয় ঐক্যের জন্য তিনি কাজ করছেন।