পাত্তাই পেলেন না মেসিরা, শিরোপা রিয়ালের
ইদানীং রিয়ালের জয়ের নায়ক হয়ে উঠেছেন আসেনসিও। প্রথম লেগে শেষ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেছিলেন তিনি। এদিন চার মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে রিয়ালকে এগিয়ে নেন আসেনসিও। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। অন্যদিকে অনেকটা ছন্দহীন ফুটবল দিয়ে শুরু করেন মেসিরা। বারবার ভুল পাসের মাশুল গুণতে হয় কাতালানদের। ৩৩ মিনিটে তেমনি একটি ভুল পাসে গোল খেতে বসেছিল বার্সেলোনা। তবে লুকাসের শটটি বারে লেগে ফিরে আসলে সেযাত্রায় বেঁচে যায় তারা। তবে দ্বিতীয় গোলটি খেতে বেশি সময় লাগেনি। ৩৯তম মিনিটে বার্সেলোনাকে হতাশ করে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা।
বিরতির পর বার্সেলোনা অনেকটাই গোছানো ফুটবল খেলে। ভাগ্য ভালো থাকলে ৫৩ মিনিটে ব্যবধান কমাতে পারত বার্সা। কিন্তু দুজনকে কাটিয়ে মেসির নেওয়া কোনাকুনি শটটি বারে লেগে ফিরে আসে। ৫৫ মিনিটে অবশ্য ভালো একটি আক্রমণ শানায় রিয়াল। কিন্তু বেনজেমার নেওয়া শটটি বার্সার এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। চলতি বছর এ নিয়ে চতুর্থ এবং মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল রিয়াল।