পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন দেশটির সন্ত্রাসবাদবিরোধী বিশেষ একটি আদালত। বৃহস্পতিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার রায় ঘোষণা করেছেন ওই আদালত। রায়ে পারভেজ মুশাররফকে পলাতক ঘোষণা দিয়ে তার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়।দেশটির জাতীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলছে, বেনজির ভুট্টোকে হত্যার ৯ বছর আট মাস তিন দিন পর পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাসবাদবিরোধী বিশেষ আদালত।রায়ে মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে পলাতক ঘোষণার পর তার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে বন্দুক ও বোমা হামলা চালিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। হামলায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ২৩ কর্মী নিহত হন।

পুলিশ কর্মকর্তা সিপিও সউদ আজিজ ও রাওয়ালপিন্ডির এসপি খুররাম শাহজাদকে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে পাকিস্তান পেনাল কোডের ১১৯ ও ২০১ ধারায় ১৭ বছরের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে এই দুই কর্মকর্তাকে ৫ লাখ রূপি জরিমানা করা হয়েছে। তবে অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদেরকে আরো ৬ মাসের অতিরিক্ত দণ্ড ভোগ করতে হবে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাঝে বিশেষ আদালতের বিচারক মুহাম্মদ আসগর খান মামলার রায় ঘোষণা করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn