প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে আজ, যুক্তরাজ্যে উন্মাদনা
বিয়েটি সরাসরি উপস্থিত হয়ে দেখবেন ৬০০ অতিথি। বিয়ে পড়াবেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। সাধারণ অতিথি হিসেবে ১২০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের বেশির ভাগই দাতব্য কাজের জন্য পরিচিত। এই আমন্ত্রিতরা গির্জায় বাইরে প্রাঙ্গনে উপস্থিত থাকবেন। প্রিন্স হ্যারি সেন্ট জর্জ গির্জায় বেস্টম্যান প্রিন্স উইলিয়ামকে নিয়ে ১১টা ৪০ মিনিটে উপস্থিতি হবেন। ১১টা ৫২ মিনিটে রাজ পরিবারের শেষ সদস্য হিসেবে উপস্থিত হবেন রানি এলিজাবেথ। এর আগে মা ডোরিয়া র্যাগল্যান্ডকে নিয়ে গির্জায় উপস্থিত হবেন মার্কল।
প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ের নিরাপত্তা ও অনুষ্ঠানে কতো খরচ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি রাজ পরিবারের পক্ষ থেকে। এর আগেও প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের বিয়েতে কতো খরচ হয়েছে তা প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যে ব্রাইডবুক নামে একটি ওয়েবসাইটের হিসেব মতে, বিয়েতে খরচ হতে পারে প্রায় সোয়া তিনশো কোটি পাউন্ড। এর মধ্যে থাকবে নিরাপত্তা খরচও। তারা বলছে, কেকের পেছনে খরচ হবে ৫০ হাজার, ফুলের পেছনে এক লাখ ১০ হাজার, খাওয়া দাওয়া বাবদ প্রায় তিন লাখ পাউন্ড। নিরাপত্তার পেছনে যে খরচ হবে সেটা আসবে জনগণের দেওয়া কর থেকে। আপাতত টেমস ভ্যালি পুলিশকে এই খরচ বহন করতে হবে। তবে বিয়ের পরে অনুদান চেয়ে তারা আবেদন করতে পারবে হোম অফিসের কাছে। বাদবাকি খরচ বহন করা হবে রাজপরিবারের পক্ষ থেকে। সূত্র: বিবিসি