শাহরাস্তিতে স্ত্রীর মর্যাদার দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এমন খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার উপজেলার রায়শ্রী উত্তর ইউপি’র আনন্দপুরা গ্রামের মাইজের (মিস্ত্রি) বাড়িতে এ ঘটনা ঘটে। স্ত্রীর দাবিদার ওই তরুণীর নাম সালমা। একই এলাকার দহশ্রী গ্রামের আঃ মমিনের মেয়ে সে। সালমা জানান, গত ১০ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আনন্দপুরার কোরবান আলীর পুত্র আরিফ হোসেন (২৩)-এর সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর আরিফ সালমাকে বিয়ের কথা বলে হাজীগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি সাদা কাগজে সই নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে। সালমাকে আপাতত বিয়ের কথা গোপন রাখতে বলে। এরপর বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত কাটাতো। সম্প্রতি আরিফ যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়ে তার সঙ্গে অতীতের সকল স্মৃতি অডিও ভিডিও শেয়ারইট, হোয়াটসআপ, ইমু সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেয়। এ সংবাদ পেয়ে সালমার বাবা-মা তাকে প্রহার করে বাড়ি থেকে বিতাড়িত করে। সালমা কোথাও কোনো কূলকিনারা না দেখে রোববার সকালে আরিফের মুঠোফোনে ফোন দেয়। আরিফ তাকে তাদের বাড়িতে আসতে বলে। সালমা ওই কথায় বিশ্বাস রেখে স্ত্রীর অধিকারের দাবিতে আরিফের বাড়িতে বিষের বোতল নিয়ে অবস্থান নেয়। দিন গড়িয়ে সন্ধ্যায় স্থানীয় ৫ নং ওয়ার্ড ইউপির সাধারণ সদস্য নিজাম উদ্দিন ও খিলাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুন্সী আসফাকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সংশ্লিষ্ট ইউপি সদস্যের উপস্থিতিতে সালমার পিতার জিম্মায় তাকে সোপর্দ করে। এদিকে আরিফের মা আয়েশা বেগম (৪৫) জানান, আমার ছেলে আরিফ গত দু’সপ্তাহ ধরে বাড়িতে নেই। এদিকে সালমার স্বজনরা জানান, সে নাওড়া পঞ্চনগর আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলো। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও মেয়ের অধিকার চাই। পরিশেষে সালমার প্রত্যাশা আমি তো সবই দিলাম, এবার স্বামী ও তার বাড়ির অধিকার চাই। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন জানান, এ বিষয়ে মঙ্গলবার একটি বৈঠক রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn