ফেব্রুয়ারিতে উপজেলা ও সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল
সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ১৭ ফেব্রুয়ারি
আগামী ১৭ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার (১৪ জানুয়ারি) কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ইসি সচিব বলেন, ‘সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিষয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলোকে আজ (সোমবার) চিঠি দেওয়া হবে। দলগুলো এককভাবে নির্বাচন করবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে তা জানতে চাওয়া হবে। স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপিদেরও চিঠি দেওয়া হবে।’ তিনি জানান, আগামী ৩০ জানুয়ারির মধ্যে দলগুলো কমিশনকে তাদের অবস্থান অবহিত করবে। এরপর ১২ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে ভোটার তালিকা প্রণয়ন এবং ১৭ ফেব্রয়ারি বিস্তারিত তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ওই দিনই মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারসহ সব বিষয় জানানো হবে।