ফের ইরানের প্রেসিডেন্ট রুহানি
আবারও ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ড. হাসান রুহানি। দেশটির বিচার বিভাগের সাবেক উপপ্রধান ইব্রাহিম রাইসিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন তিনি। শনিবার দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রুহানি ৫৬ দশমিক ৮৮ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইসি ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আগা মিরসালিম এক দশমিক ১৩ শতাংশ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হাশেমিতাবা শূন্য দশমিক ৫২ শতাংশ ভোট পেয়েছেন। ২০১৩ সালে রুহানি প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে বহিঃর্বিশ্বের যে টানাপোড়েন চলছিল তার সময়ে এ ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়। গেলো শুক্রবার ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হয়। গণনার প্রাথমকি ফলাফলে হাসান রুহানি বিপুল ভোটে এগিয়ে ছিলেন। ওই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পঞ্চম সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ নির্বাচনেও ভোট দিয়েছে দেশটির জনগণ।