ফেসবুকে আপত্তিকর ছবি ৫ জনের বিরুদ্ধে মামলা
ফেসবুকে আপত্তিকর ছবি ও বক্তব্য পোস্ট করায় ইতালি প্রবাসী এক যুবকসহ তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় বন্দর থানায় মামলাটি দায়ের করেন আমেরিকা প্রবাসী আফসানা আরিফ মেঘলার বাবা আরিফ মিয়া। মামলার আসামিরা হলেন- আরিফ মিয়ার ভগ্নিপতি লোকমান হোসেন, লোকমানের বড় ছেলে ও আরিফ মিয়ার ভাগ্নে ইতালি প্রবাসী জনি ওরফে হৃদয় শেখ, ছোট ছেলে রনি ও রনির খালাতো ভাই দুবাই প্রবাসী রকসি এবং রকসির ছোট ভাই জসি। বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ফেসবুকে পোস্ট করা ছবি ও বক্তব্য দেখে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলায় এজাহার নামীয় যেসব আসামি দেশে রয়েছেন তাদের গ্রেফতারের উদ্যোগ নেয়া হয়েছে। মামলার বাদী আরিফ মিয়া জানান, তিনি বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় বসবাস করেন। তার মেয়ে আফসানা আরিফ মেঘলাকে বিয়ে করতে চেয়েছিল ইতালি প্রবাসী ভাগ্নে জনি। কিন্তু জনি লেখাপড়া না জানায় এবং তার মেয়ে উচ্চ শিক্ষিত হওয়ায় জনিকে বিয়ে করতে আপত্তি করে তার মেয়ে। পরে তার মেয়ের এক আমেরিকা প্রবাসীর সঙ্গে বিয়ে হয়ে যায়। এ কারণে দেশে ফিরে জনি তাদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকে। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার সালিশ হয়। এরপর ক্ষুব্ধ জনি ইতালি ফিরে গিয়ে ফেসবুকে তার নিজের আইডি ও একটি ফেক আইডি খুলে তার মেয়ে ও তার স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে কুরুচিসম্পন্ন বক্তব্য পোস্ট করেন।