বার্তা ডেস্ক  সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সুনামগঞ্জের শিক্ষার্থীদের উদ্যোগে জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছা অনুদানে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের বন্যার্ত পরিবারের অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বুধবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ির আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থী মিলনায়তনে বন্যাদুর্গত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ খান। আলহেরা মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি আব্দুল্লাহ আল মুনাইম’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন সোহেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের উপদেষ্টা আব্দুল খালিক, জাবের উবাইদ, হাফিজুর রহমান লিটন, সৈয়দ তাওসিফ মোনাওয়ার, উদ্যোক্তা হামিদুর রহমান লিপন, ওবায়দুল হক, উজ্জ্বল, রবিউল, আশিস রহমান, কবির হোসেন, রাহিন, হালিম, মোনায়েম, তপু, শিমুল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মানবতার কল্যাণে সবাইকে সামর্থ্য অনুযায়ী বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn