বন্যায় ৫৭ লাখ ক্ষতিগ্রস্ত, ৯৩ জনের মৃত্যু
২৭ টি জেলার বন্যায় প্রায় ৫৭ লাখ ১৮ হাজার বানভাসি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ পর্যন্ত শিশুসহ ৯৩ জন মারা গেছেন। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় এক আন্তঃমন্ত্রণালয় জরুরি বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এসব তথ্য জানান। উচ্চ পর্যায়ের এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা সচিব সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের বৈঠক শেষে জানানো হয়, বন্যার কারণে এপর্যন্ত ১৪ জেলায় মারা গেছে ৯৩ জন। এছাড়া ৩১ কি.মি. রাস্তা সম্পূর্ণ ও ২ হাজার ৭৮৯ কিলোমিটার রাস্তা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ৩৫ কি.মি. বাঁধ সম্পূর্ণ ও ২৮৯ কি.মি. আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ৫ লাখ ৩১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।