বাঁধে কোন প্রকার অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা -জেলা প্রশাসক
তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ মঙ্গলবার ১৫ জানুয়ারী দুপুরে উপজেলার মাটিয়ান হাওর শ্রীপুর(উঃ)ইউনিয়নের বোয়ালমারা সুইস গেইঠের নিকট ৫০নং পিআইসির বাঁধে মাটি কেটে ২০১৮-১৯ অর্থ বছরের কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকলিমা আক্তার,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনজুরুল আলম,নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিম আলজিন্না,উপ প্রকোশলী ইমরান ও পি আই সির সভাপতি,সদস্য সচিবগন উপস্থিত ছিলেন। এই প্রকল্পের কাজের দৈর্ঘ্য ৭০মিটার। যার প্রাক্কলিত ম‚ল্য ২৪ লক্ষ ৫৫ হাজার ৩৭৯ টাকা। তাহিরপুর উপজেলায় ৬৬টি প্রকল্পের অধীনে মোট ৫৫কিলোমিটার প্রায় বাঁধ নির্মাণ/পুন: নির্মাণ করা হবে। যার প্রাক্কলিত ম‚ল্য ১৩কোটি ৪১লক্ষ টাকা প্রায়। এ উপজেলায় ২০১৮-১৯অর্থ বছরে গৃহীত ৬৬টি প্রকল্পের মধ্যে ৩৬টি প্রকল্পের কাজ শুরুর প্রক্রিয়া চলছে এবং ৩০টি প্রকল্পের কাজের প্রস্তুতি শেষের দিকে।