বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্র সেক্রেটারি জন জে সুলিভান এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কথা জানান। শনিবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছর শুরু হবে। দিনটি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি পালন করবে বাঙালিরা। নববর্ষের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছার বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে সব বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানাই। এই গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে যারা একত্রিত হচ্ছেন তাদের জানাই শ্রদ্ধা। মাতৃভাষায় যারা বাংলায় কথা বলেন পহেলা বৈশাখ তাদের সুন্দর শোভাযাত্রা, মেলা ও নৃত্যের মধ্য দিয়ে সমৃদ্ধ ইতিহাস ও সংষ্কৃতি উদযাপনের সুযোগ করে দেয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমউনিটিদের ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে বাঙালিদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলা হয়- ‘শুভ নববর্ষ’।