বার্সেলোনাকে বিদায় জানালেন এনরিকে
চলতি মৌসুমের শেষে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। বুধবার রাতে স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে হঠাৎ এই ঘোষণা দেন ৪৬ বছর বয়সী এনরিকে।আগামি জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে এনরিকের। তিনি আর চুক্তি নবায়ন করবেন না সাফ জানিয়ে দিয়েছেন। এতে শেষ হচ্ছে তাঁর তিন বছরের বার্সা অধ্যায়।গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। এই হারে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে কাতালান ক্লাবটি। এরপরই শুরু হয় এনরিকের বার্সা ছাড়ার গুঞ্জন।
বার্সাকে বিদায় জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আগামি বছর আমি বার্সেলোনায় থাকছি না। এটা একটা কঠিন, পরিকল্পিত, সুচিন্তিত সিদ্ধান্ত।‘ নিজেকে সময় দিতেই এমন সিদ্ধান্ত জানান এনরিকে, ‘আমার বিশ্রাম দরকার। এটাই মূল কারণ।‘
২০১৪ সালের জুনে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এনরিকে। এ পর্যন্ত জিতেছেন আটটি শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে জিতেছেন ট্রেবল অর্থাৎ লা লিগা, কোপা দেল রে আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এ মৌসুমেও কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সা। লিগ টেবিলে আছে দ্বিতীয় স্থানে।