সিলেটের বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগের কমিটিতে বিএনপি নেতাকে সভাপতি করায় আওয়ামী লীগের দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি স্থগিতের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় দলের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সিলেটের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে এ নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছে দলীয় সুত্র। যা শুক্রবার বাস্তবায়ন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বার বার সুবিধাভোগী, খাই খাই ও অন্য দলের বিতর্কিতদের দলে না আনার জন্য নির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া গত ২১ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড অনুপ্রবেশ কারীদের তালিকা তৈরির নির্দেশ দেয়ার পরও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাবশালী বিএনপি নেতা পংকি খানকে সভাপতি করে ৩১ জুলাই বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্বাক্ষর করে সিলেট জেলা আওয়ামী লীগ।

আজ ৯ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের নির্বাহী সভায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করার সিদ্ধান্তও নেয়া হয়েছিল। এ নিয়ে ২৪ আগস্ট অনলাইন নিউজ র্পোটাল প্রিয়.কমসহ একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনায় আলোচনা-সমালোচনার শুরু হয়। পংকি খানকে নিয়ে কেন্দ্রে ৪০ পাতার লিখিত অভিযোগ দেয় বিশ্বনাথের তৃণমুলের নেতাকর্মী। বিষয়টি নজরে নিয়ে বৃহস্পতিবার এ নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বে থাকা) আহমদ হোসেন বলেন, আপাদত বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়েছে, বাতিল নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কণ্ঠে যেটা যায়, সেটাই অফিসিয়াল সিদ্ধান্ত। এদিকে কমিটি স্থগিতের খবর শুনে বিশ্বনাথে মিষ্টি বিতরণ করছে দলের তৃণমুল নেতাকর্মীরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn