আন্দোলনে ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছিলেন, ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ করা উচিত। এর জবাবে ফখরুলের প্রতি ইঙ্গিত দিয়ে আওয়ামি লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনার মনের জ্বালা আমরা বুঝি, কষ্টটাও বুঝি। বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে, আট বছরে আট মিনিটের জন্য রাস্তা গরম করতে পারেনি। উত্তাল সঞ্চায় করতে পারেনি। এই ব্যর্থতার জন্য আপনাদের টপ টু বটম সবার পদত্যগ করা উচিত।’

আজ শুক্রবার  দুপুরে বাংলা একাডেমি অডিটরিয়ামে ছাত্রলীগ আয়োজিত শেখ কামালের ৬৮ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘বিএনপির শক্তি দিনে দিনে কমে যাচ্ছে। চেয়ারম্যান বিদেশে, ভাইস চেয়ারম্যন বিদেশে। এরা কবে দেশে আসবেন কেউ জানে না। টেমস নদীর পাশে বসে বসে চোরা গলি খুঁজছে, কোন গলি দিয়ে যাওয়া যায়।’
এর আগে বৃহস্পতিবার নয়পল্টনে বিএনপি মহাসচিব বলেছিলেন, ‘বর্তমান এই সরকার জোর করে ক্ষমতা ধরে রেখেছে। ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় প্রকাশিত হয়েছে, তা কোনও সভ্য দেশে হলে সরকার পদত্যাগ করত। বিচার বিভাগের সর্বোচ্চ রায়ে বলা হয়েছে- এই দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, পার্লামেন্টে আইনের কোনও শাসন নেই, বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’
এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরকারকে পদত্যাগ করতে বলেন। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি এখন পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছে। আলমগীর সাহেব বাংলাদেশকে পাকিস্তান বলে কোন দিকে ইঙ্গিত করেছেন আমরা জানি। বাংলাদেশ পাকিস্তান নয়, পাকিস্তানকে পরাজিত করেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। তিনি কোন দিকে ইশারা ইঙ্গিত করে পদত্যাগ করতে বলেছেন আমরা বুঝি। বাংলাদেশে একটা-দুইটা আঘাতে স্তিমিত হওয়ার দল আওয়ামী লীগ না।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn