বিজেপি সভাপতি জামালগঞ্জে’র মিঠুন চৌধুরী ঢাকায় আটক
বিজেপি সভাপতি মিঠুনের পুরো নাম সুধাংশু রায়। তাঁর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের রহিমাপুর গ্রামে। স্থানীয়সূত্র মতে, মিঠুন চৌধুরী নাম নেওয়া সুধাংশু রায় ১৯৯১ সালে এসএসসি পাস করে এলাকা ছাড়ার পর মাঝেমধ্যে পারিবারিক বিভিন্ন উৎসবে স্বল্প সময়ের জন্য এলাকায় আসতেন। ভারত ঘুরে এসে নিজের প্রকৃত নাম গোপণ করে নতুন নাম নিয়ে নতুন রাজনৈতিক দল করেন তিনি। এ ঘটনায় এলাকাবাসীও বিস্ময় প্রকাশ করেছে। সুধাংশু রায় ওরফে মিঠুন চৌধুরীর বাড়ি মরা পিয়ান নদীর তীরে। তাঁর বাড়িতে দুটি টিনশেড ঘর আর একটি আধাপাকা কালী মন্দির রয়েছে। সাচনবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রহিমাপুরের এই বাড়িতে তাঁর মা রেণুবালা রায় (৮৫) ও তিন ভাই থাকছেন। ইন্দ্রজিত রায় নামের এক ভাই বর্তমানে ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর ছোট ভাই বিশ্বজিৎ রায় সেন্টু মাদক কারবারের অভিযোগে সম্প্রতি জেল খেটে বেরিয়েছেন। অন্য ভাইয়েরা তাঁর বাবার মসলার ব্যবসায় নিয়োজিত। তাঁর বাবা হরেন্দ্র রায় স্থানীয় বাজারে ফেরি করে মসলা বিক্রি করতেন।
এর আগে সাংবাদিকদের কাছে নিজের নাম পরিবর্তনের বিষয়ে এবং রাজনৈতিক দল গঠনের বিষয়ে মিঠুন চৌধুরী মন্তব্য ছিলো, ‘আমরা কলসিন্ধুর জমিদার ছিলাম। আমরা জাতে চৌধুরী। মামার বাড়ি এলাকায় স্থায়ী হয়েছি বলে আমরা রায় উপাধি গ্রহণ করেছি। আমার বাবার প্রকৃত পরিচয় জানার পর আমি চৌধুরী উপাধি নিয়েছি।’ এলাকা ছাড়ার পরই মিঠুন নামে তিনি পরিচিত বলে দাবি করেন। বিজেপি গঠনের আগে তিন মাস ভারতে অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘সেখানের অনেক মন্ত্রী-এমপির সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁরা আমাকে সহায়তার আশ্বাস দিয়েছেন।’ রাজনৈতিক দল ঘোষণার পর তাঁর সঙ্গে অনেক দলের নেতারা যোগাযোগ করছেন জানিয়ে মিঠুন চৌধুরী দাবি করে বলেন, ‘আমরা আগামী দিনে নির্বাচন করে সরকার গঠন করব।’