চুনারুঘাটে বিদেশ পাঠানোর নামে সুন্দরী গৃহবধুকে পাচার করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার চেকানগর গ্রামের উকিল মিয়ার পুত্র রহমত আলী স¯প্রতি জাজিউড়া গ্রামের জহুরা খাতুন (২০) কে বিদেশ পাঠানোর প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে বিভিন্ন প্রলোভন দিয়ে তাকে জর্দান পাঠানোর জন্য রাজি করায়। গত ৪ এপ্রিল একই গ্রামের বারিক মিয়ার পুত্র আব্দুল মতিন ও কাইয়ুম মিয়ার স্ত্রী সুফিয়া আক্তার প্রলোভন দিয়ে জহুরাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে কয়েকদিন রাখার পর জর্দান পাঠায়। এরপর থেকে জহুরার আর কোন খবরাখবর পাওয়া যাচ্ছে না। সম্প্রতি জহুরা তার স্বামীকে ফোনে জানায়, সেখানকার মালিকপক্ষ তার উপর শারীরিক নির্যাতন করছে। এমন খবর শুনে জহুরার স্বজনরা নারী পাচারকারী রহমত আলীর কাছে গেলে সে তাদের কাছে টাকা দাবি করে বলে টাকা দিলে জহুরাকে দেশে ফেরত এনে দিবে। এদিকে দুই সস্তান নিয়ে জহুরার স্বামী মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। নিরূপায় হয়ে সে গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করে জহুরার স্বামী রশিদ মিয়া। উল্লেখ্য একটি চক্র দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলের সহজ সরল যুবতি ও গৃহবধুদের আর্থিক দুর্বলতার সুযোগে প্রলোভন দিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। সেখানে গিয়ে তারা বাধ্য হয়ে অসামাজিক কাজ করতে বাধ্য হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn