বিদেশ ফেরত ৮৩ বাংলাদেশির কারামুক্তি কেন নয়: হাইকোর্ট
মহামারির মধ্যে ভিয়েতনাম ও কাতার থেকে ফেরত আসার পর সন্দেহভাজন অপরাধী হিসেবে আটক থাকা ৮৩ বাংলাদেশিকে কেন মুক্তি দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। গতকাল তাদের মুক্তি চেয়ে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ রুল জারি করে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ প্রধান ও কারা মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. সালাউদ্দিন রিগ্যান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নূর-উস সাদিক। পরে মো. সালাউদ্দিন রিগ্যান সাংবাদিকদের বলেন, আদালতকে জানিয়েছি বিভিন্ন অপরাধে ভিয়েতনাম ও কাতারে বন্দি থাকা এই ৮৩ জন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফেরত এসেছে। ফলে তাদের আটকে রাখার কোনো কারণ নেই। করোনা মহামারিতে বাংলাদেশেও তিন হাজার বন্দিকে বিভিন্ন জেলখানা থেকে মুক্তি দেয়া হয়েছে। আর কোয়ারেন্টিনে থেকে তারা কী অপরাধ করবে? এসব যুক্তি তুলে ধরলে আদালত তাদের মুক্তির প্রশ্নে রুল জারি করেন বলে তিনি জানান।।