‘বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই’-মিলন
তাজুল ইসলাম:: বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশবাসীর ঘাড়ে চেপে বসেছে অনির্বাচিত সরকার। এ সরকারের জুলুম-নির্যাতন, হত্যা-গুম ও লুটপাটের কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। গণতান্ত্রিক দেশে বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে দেশবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে। এ সরকারের দিন ফুরিয়ে এসেছে।
রোববার বিকালে দোয়ারাবাজার উপজেলা হাসপাতাল সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমদ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, সৈয়দ তিতুমীর, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এডভোকেট সামছুর রহমান, আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপি নেতা রহমত আলী, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খাঁন ছানা, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ’ায়ক ও বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াছ আলী। সভায় জেলা বিএনপি নেতা হামিদুল হক আফিন্দি লিটন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, অধ্যক্ষ মঞ্জুর আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা হারুনুর রশীদ, এসএম লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, আব্দুর রহিম, এখলাছুর রহমান, আলী হোসেন মেম্বার, খলিলুর রহমান, এম আব্দুল্লাহ, শফিউল আলম, ফয়জুদ্দিন, রফিকুর রহমান, জাহিদ মিয়া, আব্দুল মছব্বির, হাফিজ মনোহর আলী, আব্দুল জলিল, কৃষ্ণ মোহন দাস, মাধব রায়, শাহাদাত মেম্বার, কমল দাস, আফতাব উদ্দিন মেম্বার, আব্দুল আজিজ মেম্বার, শানুর আলী, সৈয়দুল বাশার, কুতুব উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, আব্দুল আহাদ, আব্দুন নুর, আব্দুল মালেক মেম্বার, আব্দুল মতিন, শফি উদ্দিন, মোজাম্মেল হক রোহেল, যুবদল নেতা ফারুক আহমদ, ইসমাইল হোসেন, আব্দুর রউফ, রোয়াব আলী প্রমুখ। দিনব্যাপি বৃষ্টি উপেক্ষা করে সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। এসময় প্রত্যন্ত এলাকা হতে খন্ড খন্ড মিছিল সহকারে নেতা কর্মীরা সভায় এসে যোগদান করেন।