পাকিস্তানে ক্রিকেট ফেরাতে সেপ্টেম্বরে আয়োজিত হচ্ছে বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। তাতে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন তামিম ইকবাল। এই সিরিজ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি। বিশ্ব একাদশে জায়গা পাওয়ার গর্বের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট ফেরানোর অংশ হতে পারাও চমৎকার বলে জানিয়েছেন টাইগার ওপেনার। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘প্রথমত, এটা আইসিসি অনুমোদিত একটি টুর্নামেন্ট। ম্যাচগুলোর আন্তর্জাতিক মর্যাদা থাকবে। দ্বিতীয়ত, আমার মনে হয়, বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করা একটা বড় কথা। ওটার জন্য আমি গর্বিত।’ ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর পাকিস্তানে আর বড় কোন সিরিজ হয় না। কেবল জিম্বাবুয়ে ছাড়া এই সময়ের মধ্যে সেখানে খেলতে যায়নি কোন দল। তামিম মনে করেন সেখানে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত সবার, ‘আমার মনে হয়, ক্রিকেটিং ১০টা দেশ একটা পরিবারের মতো। পাকিস্তানে (আন্তর্জাতিক) ক্রিকেট ফেরাতে একজনকে না একজনকে তো সহায়তা করতে হবে। আমার মনে হয়, ওরা একটা চমৎকার জিনিস করছে এমন একটা আয়োজন করে। এটা যদি সফলভাবে আয়োজন করতে পারে, সামনে দেখবেন অনেক আন্তর্জাতিক দল পাকিস্তান যাচ্ছে।’
তিনি বলেন, “এটা একটা না একটা সময়ে শুরু হওয়ার দরকার ছিল। আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি, আমার মনে হয় এটা চমৎকার একটা ব্যাপার। হয়তো এটা আরও আগে হলে আরও ভালো হত।”১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। পাকিস্তানে তামিমদের নেতাগিরি করবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। পিএসএলের ফাইনাল খেলতে যাওয়া এনামুল হক বিজয়ের পর গেল নয় বছরই তামিমই দ্বিতীয় কোন বাংলাদেশি যিনি এই সময়ে পাকিস্তান খেলতে যাচ্ছেন। বিশ্ব একাদশ স্কোয়াড: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn