ভাটির মানুষকে নিয়ে স্বামীর স্বপ্ন পূরণ করতে চাই: জয়া
জাতীয় নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং ৮ বারের সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত’র স্ত্রী ড. জয়া সেন গুপ্তা বলেন, ‘দুর্গম হাওর এলাকার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরনের উন্নয়নে আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত সম্পৃক্ত ছিলেন। তার অনেক স্বপ্ন ও উন্নয়ন তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেছে। দিরাই-শাল্লা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমি সেই স্বপ্নপূরণে কাজ করতে চাই। আমৃত্যু আওয়ামী লীগের প্রতি বিশ্বস্থ আমার স্বামী আমাকেও আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে কাজ করার জন্য প্রভাবিত করেছেন। আশাকরি আমাকে আমার স্বামীর অপূর্ণ স্বপ্নপূরণে কাজ করার সুযোগ দিবেন।’তিনি আরও বলেন ভাটি বাংলা সংগঠন গুলো আমার স্বামী প্রাণ তাই আমি সব সময় স্বপ্নপূরণে কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা আমার অকান্ত দরকার, তাই সকল ভাটি মানুষের আমাকে সহযোগিতার করা আহবান জানানী তিনি গত শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ভাটি বাংলা ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে এস.এস.সি ও এইচ.এস.সি উত্তীর্ণ কৃত ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য উপরুক্ত কথা গুলো বলেন।
ভাটি বাংলা ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি অধির চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহ সভাপতি কামদেব দাস দেবু এবং সিনিয়র সদস্য জার্নাল চৌধুরী জনির যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিন চন্দ্র দাস, সাবেক কাউন্সিলর জগদিশ চন্দ্র দাস, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শালা উপজেলার সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এওর মিয়া, দিরাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক সুদীপ দেব, দক্ষিণ সুনামগঞ্জ শিমুলবাগ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, রতি লাল দাস রতি, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক আহŸায়ক ময়ল দাস, সুবীর তালুকদার, সঞ্জয় চৌধুরী, শাবিপ্রবির যুগ্ম সম্পাদক মৃন্ময় দাস ঝুটন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাটি বাংলা ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক হিমেল দাস জবু, সহ সভাপতি মৃদুল দাস অপু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সরকার, সাংগঠনিক সম্পাদক সমর দাস, প্রচার সম্পাদক হিমেল দাস, রনি দাস, সুমন চক্রবর্তী, সুমন ভৌমিক, সজিব ভৌমিক, দিপেন দাস, ঝলক দাস, সাবেক সাধারণ সম্পাদক পলাশ দাস, শিমুল চক্রবর্তী, সুমন সরকার, রূপক সরকার, বাবলু সরকার, মুখুল তালুকদার, রাব্বি দাস লর, শিবুল চন্দ্র দাস শিশির, পিকলু দাস, সৌরঞ্জিত নরপতি বাপ্পু, কার্তিক দাস, সিনিয়র সদস্য সুমন চক্রবর্তী, রুবেল দাস, বিকু দাস, সেন্টু দাস, রাজিব সরকার, রূপক সরকার, গোবিন্দ দাস প্রমুখ ছাড়াও ছাত্র-ছাত্রীদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাকবৃন্দ, ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।