ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪
ভারতের উত্তরাখন্ডে একটি বাস নদীতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নালুপানির কাছে এ ঘটনা ঘটে। ওই সময় বাসটি গাঙ্গোত্রী থেকে ফিরছিল। অকস্মাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা পড়ে যায় ভাগিরথি নদীতে। মঙ্গলবারের এ ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি নিহত প্রতিজন ব্যক্তির পরিবারকে দু’লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় গাঙ্গোত্রীতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি ফিরছিল ঋষিকেশে। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পড়ে যায় ১০০ ফুট গভীর নদী-খাদে। নিহতদের বেশির ভাগই মধ্য প্রদেশের। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনিও প্রতিজন নিহতের আত্মীয়-স্বজনকে ২ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এতগুলো প্রাণহানীতে শোক প্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনিও নিহত প্রতিজনের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের প্রতিজনের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।