ভেঙে দেয়া হচ্ছে বিএনপির সব মহানগর কমিটি, আসছে তরুণ নেতৃত্ব
এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। যখন যেখানে প্রয়োজন সেখানেই পুনর্গঠন করা হচ্ছে। চলমান করোনাভাইরাসের কারণে আমাদের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া বেশ কিছুদিন স্থগিত ছিল। এখন আবার শুরু হয়েছে। ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির সাংগঠনিক জেলাগুলো পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত সিটি করপোরেশন নির্বাচন করতে গিয়ে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। ভোট কেন্দ্রভিত্তিক কমিটি করতে গিয়ে আমরা অনেক কিছুই শিখেছি। ঢাকা মহানগর কমিটি করতে গেলে ওই অভিজ্ঞতাকেও কাজে লাগানো যেতে পারে। এ নিয়ে আমরা একটি প্রতিবেদনও তৈরি করেছি। তা আমাদের হাইকমান্ডের কাছেও আছে। ঢাকা মহানগর বিএনপি পুনর্গঠনের ক্ষেত্রে ওই প্রতিবেদন কাজে লাগবে।
বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বিগত দেড় দশক থেকে ঢাকা মহানগর কমিটির নেতৃত্বে যারা এসেছেন, তারা প্রত্যেকে নিজের অনুসারী সৃষ্টি করেছেন। ‘মাই ম্যান’ ও ‘ভাইপন্থি’ রাজনীতি এখনো বহাল রয়েছে। ব্যক্তিকেন্দ্রিক বা বলয়ের রাজনীতি ভাঙতে চাচ্ছে বিএনপি। দলটি চাচ্ছে, ‘নো মাই ম্যান’। সবাইকে বিএনপিপন্থি হতে হবে। মহল্লা, ওয়ার্ড ও থানা পর্যায়ে বিগত সময়ে আন্দোলন কর্মসূচিতে মাঠে থাকা নেতা-কর্মীদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। সন্ত্রাস, মাদক বা দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকেই দলে ঠাঁই দেওয়া হবে না। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের চাপ রয়েছে, তৃণমূলের প্রতিটি কমিটি যেন কাউন্সিল বা নির্বাচিত হয়, কোনো ‘পকেট কমিটি’ যেন না হয়। ঢাকা মহানগরের মাঠ পর্যায়ের নেতারা বলেন, উড়ে এসে জুড়ে বসা, আর্থিক অবস্থান বিবেচনা, কারও সঙ্গে সুসম্পর্ক, সাময়িক রাজনৈতিক কর্মকান্ড নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় আসলে দল ক্ষতিগ্রস্ত হবে। তৃণমূল থেকে যাকে নেতা নির্বাচন করা হবে দলের সর্বোচ্চ পর্যায় থেকে তাকেই যেন নেতা মনোনীত করা হয়। এতে দল শক্তিশালী হবে।-পূর্বপশ্চিমবিডি