মন খারাপের খবর০০০
ইশতিয়াক রুপু(ফেসবুক স্ট্যাটাস থেকে)
সুনামগঞ্জের নানা অচিন্তনীয় রূপ দেখে মনটি ভীষন খারাপ হয়ে আছে। কৃষকের হাহাকার। জেলেদের মাছ শুন্য জাল। চারিদিকে মরা মাছের দীর্ঘ সারি। এযেন মরা মাছের ফ্যাকাশে রূপালী শরীরের সারি নয়, জেলে আর কৃষকের মরে যাবার আগের সেই জীর্ণসীর্ন বিবর্ন শরীর। হাওর তলিয়ে যাওয়ায় কৃষক নয় জেলেরাও আজ সমান তালে নিঃস্ব। মাটি ছেড়ে দূরের কোন এক মাটিতে বসে প্রতিদিনের খবর শুনে কাঁদছে আমার অসহায় মন। না পারি সইতে। না পারি রইতে। না কিছু করতে।
জেলা শহরের মধ্যবিত্তদের সখের স্হান সুনামগঞ্জ শহরের মাছ বাজার। দূর প্রবাসে বসে ইদানিং নিত্য দিন খবর পাচ্ছি সে বাজারে চলছে হাহাকার। হাওরের পানিতে তলিয়ে গেছে কৃষকের ফসলি জমিন। অকাল প্লাবনে ধানের সাথে ভেসেগেছে তাদের জীবন জিবিকা। ভাতে মাছে বাঙ্গালী কৃষকের আয়ের প্রধান উৎসের সাথে যা সম্বল বেঁচে ছিল হাওরের মাছ তাও হুমকির মুখে। ধান ও ধান গাছের পঁচা বিষক্রিয়ায় মরে যাচ্ছে হাওর, বিল, নদী ও ডুবার ছোট বড় সকল মাছ। করুন দশা। শহরের মাছ বাজারের দৃশ্যপট বদলেগেছে। আগের মতো আছে সব আবার নেই অনেক। হারিয়ে গেছে জৌলুস। চলছে হাহাকার। চলছে সুস্থ মাছের আকাল। শূণ্য বাজার। বিষাক্ত মাছে চেয়েগেছে আশপাশ।
ফেব্রুয়ারীতে দেশে ছিলাম যত না মাছ খেয়েছি কিনেছি বেশী । নানা জাতের মাছের সমারোহ আমাকে ভীষন আনন্দ দিয়েছে। চলছে মাছের মৌসুম। মাছে মাছে সয়লাব হয়ে যেতো মাছের বাজার। ছোট বড় নানা জাতের মাছ আসছে নৌকায়। সিএনজিতে। আমার প্রিয় ছোট মাছ। মখা, চাপিলা, ভেটকি , কেচকি। জেলা শহরের নব নির্মিত দোতলা কিচেন মার্কেট। এ মাথা থেকে অপর মাথা শতাধিক দোকান। ভিন্ন জাতের, ভিন্ন সাদের মাছ নিয়ে বসে আছে বিক্রেতা। নদীর মাছ, হাওরের মাছ বিলের মাছা। আছে পুকুরের চাষের মাছ। বিরাট বিরাট নানা জাতের কার্পু মাছের বিপুল সমাহার। শহরের বিভিন্ন পয়েন্টে মাছের পসরা সাজিয়ে বসে বিক্রেতা। শহরবাসীর কাছে ঐতিয্যের এই মাছ বাজারের তারপরও জুড়ি নেই। সকাল বিকেল এখানে বসে জমজমাট মাছের হাট। সৌখিন ক্রেতা। মাছ বিলাসীদের মুখরিত সময়। কেনেন যার যার সাধ্যের মধ্যে পছন্দের মাছটি। সেই সাথে মাছ ভর্তি ব্যাগের দিকে বারবার দৃষ্টি বুলিয়ে তৃপ্তির হাসি নিয়ে ফেরেন বাড়ী। প্রতিদিনের আনন্দের ক্যানভাস খানা আজ বিবর্ণ।
মাছের হাওরে মাছের আকাল। থেমে গেছে ছুটে আসা মাছের বাহন। মাছ শুন্য ঢালা’র শুকনো শরীর দেখে হাহাকার করে কেঁদে ঊঠে মাছ বিক্রেতার কোমল হৃদয়। থেমে গেছে ক্রেতা বিক্রেতার সম্মিলিত কোলাহল। এ ভাবে চললে পরিচিত মাছ বিক্রেতা অনেক বছর পরে আমাকে পেয়ে আর কখনো জিজ্ঞেস করবে কি ভাই কোন দিন আইলায়? ভালা আছো নি ? পাশের অপরিচিত দোকানীকে ধমক দিয়ে বলবে কি? ঐ ব্যাটা চিনে রাখিছ। তাইন রুপু ভাই!
আমরার রুপু ভাই।