অভিনয় দক্ষতায় নিজেকে আগেই প্রমাণ করেছেন স্বরা ভাস্কর। কিন্তু তার পাশাপাশি সমাজ সম্পর্কেও যে তিনি সচেতন তার প্রমাণ মিলল এবার। ভারতীয় সমাজে মেয়েরা এখনও পিছিয়ে পড়া বলেই মনে করেন নায়িকা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে স্বরা বলেন, সত্যের পক্ষে দাড়ানোর জন্য কখনও কখনও  মেয়েদের রাগ দেখানো উচিত। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা অনেক ঘটনাই ঠিক নয়। এজন্যই মাঝে মধ্যে নির্লজ্জ হতে হবে মেয়েদের। লজ্জাকে ভুলে  সে সব ঘটনার প্রতিবাদ করতে হবে। নিজের লক্ষ্যপূরণের জন্য মেয়েদের এমনটাই করা উচিত। সম্প্রতি ‘আনারকলি অফ আরহা’ ছবিতে স্বরার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এক গ্রামীণ নর্তকীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। কখনও রাজনীতিতে, কখনও অপরাধে জড়িয়ে পড়া সেই মেয়েটি এমন গান গাইত যার দ্বৈত অর্থ। অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যুতেও যে এবার স্বরা মুখ খুলবেন এ যেন তারই ইঙ্গিত।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn