মাশরাফি-সাকিবের নির্বাচন করা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
গত দু’দিন ধরেই বাংলাদেশের দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নির্বাচন নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে গতকাল পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্য সেই পালে হাওয়া লাগায়। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বুধবার (৩০ মে) এক সাংবাদিক বিষয়টি প্রধামন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনেন। প্রশ্নের জবাবে সরাসরি নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই সেলেব্রিটিরা নমিনেশন পেয়ে থাকেন, এটা নতুন কিছু নয়। কারও যদি আকাঙ্ক্ষা হয়…, নিশ্চয়ই তারা আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছে, আজকে খেলাধুলাকে একটা ভালো অবস্থানে নিয়ে এসেছে। পৃথিবীর সবদেশেই এমনটা হয়ে থাকে। সেলেব্রিটি, ব্যবসায়ীসহ রাজনীতির বাইরের ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী করার কারণে তৃণমূলের রাজনীতিকরা বঞ্চিত হচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সবদেশেই এমনটা হয়ে থাকে। তার মানে এটা নয় যে, তৃণমূলে যারা আছেন তারা নমিনেশন পান না। আমরা সব কিন্তু তৃণমূলে কাজ করেই এসেছি। সেই স্কুল জীবন থেকেই কিন্তু রাজনীতি করে উঠে এসেছি। আমরা কিন্তু সেলিব্রিটি হয়ে আসিনি। কাজেই আমরা তো আছিই। রাজনীতি যারা করেন তারা নিশ্চয়ই (মনোনয়ন) পান, অধিকাংশই পান। কাজেই এটা খুব স্বাভাবিক।