মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের একটি মসজিদে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন। শুক্রবার জুমার নামাজের পর সিনাইয়ের আল-আরিশের পশ্চিমাঞ্চলে আল-রাওদা মসজিদে এ হামলার ঘটনা ঘটে। খবর: আল-আহরাম ও আলজাজিরা। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর গাড়িতে করে আসা বন্দুকধারীরা মুসল্লিদের উপর নির্বিচার গুলিবর্ষণ করতে থাকে। অবরুদ্ধ গাজা সীমান্তে রাফা ক্রসিং তিন দিনের জন্য খুলে দেয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটল। সন্ত্রাসী হামলার অজুহাতে বহির্বিশ্বের সঙ্গে গাজার এই একমাত্র ক্রসিং বন্ধ করে রেখেছে মিশর। এতে ইসরাইলি অবরোধে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে গাজার ফিলিস্তিনিদের। মিশরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করলে সহিংস হয়ে উঠে গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপ। তবে এসব হামলার নিন্দা জানিয়ে আসছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn