মিয়ানমারকে চাপ দিতে ভারতের প্রতি অনুরোধ
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে এ কথা জানান।রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বেলা ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলে এ বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বেলা পৌনে ২টার দিকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যা ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সময় রোহিঙ্গা ইস্যুসহ আরও নানা বিষয়ে আলোচনা হবে। এছাড়া সফরকালে রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।