মোস্তাফিজের সেই অস্ত্র দেখে খুশি মাশরাফি
বিশ্ব ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ঝড়োগতি, দুর্দান্ত স্লোয়ার-কাটার, সর্পিল সুইংয়ে ব্যাটসম্যানদের কুপোকাত করে ছাড়তেন তিনি। তবে বারবার ইনজুরির কবলে পড়ে ছন্দ হারিয়েছেন। প্রতিবার ফিরে এসেছেন। তবে সেই পুরনো গতিটা ফিরিয়ে আনতে পারেননি। অবশেষ কাঙ্ক্ষিত গতি ফিরে পেয়েছেন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে সবশেষ প্রস্তুতি ম্যাচে তাকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বল করতে দেখা গেছে। তা দেখে বেজায় খুশি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৯৫ রানে হারা ম্যাচে ফিজের গতিময় বোলিংকেই বড় প্রাপ্তি মনে করছেন তিনি। মোস্তাফিজ আর আগের মতো নেই। উইকেট পেলেও উদারহস্তে রান বিলিয়ে দিচ্ছেন। কয়েক ম্যাচ ধরে ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার। কিন্তু বিশ্বকাপে সাফল্য পেতে তার সেরাটা তো অপরিহার্য। ভারতের বিপক্ষে সে রকমই আভাস পাওয়া গেছে। ম্যাচে প্রথম ৫ ওভারে ১৯ রানে নেন ১ উইকেট। শেষ পর্যন্ত ৮ ওভারে দেন ৪৩ রান, তুলে নেন ১ মেডেন। ২৩ বছর বয়সী বাঁহাতি পেসারের ছন্দে ফেরা বোলিং স্বস্তি দিচ্ছে মাশরাফিকে। টাইগার দলপতি বলেন, মোস্তাফিজ পুরনো গতিতে ফিরেছে। বিষয়টি দেখে স্বস্তি লাগছে। সে বোলিংটাও ভালো করছে। কখনও কখনও ১৪০ কিলোমিটারের আশপাশে বল করছে। যদি ও এটা করতে পারে, তা হলে আমাদের বোলিং আক্রমণ অন্যরকম হবে। ম্যাশ বলেন, এ ম্যাচে রুবেল ও সাইফউদ্দিনও ভালো করেছে। আমরা নতুন বলে ভালো করার আশা করছি। আয়ারল্যান্ডে সেটা পারিনি। তথ্যসূত্র: আইসিসি