ময়মনসিংহে একটি বাড়িতে ঢুকে হামলা করার দায়ে ১১ জন স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ ও ব্যাবের সদস্যরা । মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল শহরের ভাটিকাশর মিশন সংলগ্ন প্রাইমারি স্কুল রোড থেকে তাদের আটক করা হয় আটক সবাই ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং শহরের জিলাস্কুল এবং নাসিরাবাদ স্কুলের ছাত্র । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন বিকালে ঐ এলাকার ২৮ থেকে ৩০ জনের সংঘবদ্ধ কিশোরগ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাড়িতে ঢুকে লাকী আক্তার, আফরোজা , সেলিনা, মমতাসহ অন্যদের ওপর হামলা করে । একপর্যায়ে তারা বাড়িতে ভাংচুর ও সন্ত্রাসী কার্যক্রম চালায়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঐ দলের ১১ জনকে একটি ঘরে আটক করে র‌্যাব ও কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুকনউদ্দিন জানান, তাদেরকে আটক করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn