যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে মুক্ত দিবস পালিত
সুনামগঞ্জ :: যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে শুক্রবার শহরে শোভাযাত্রা, পুষ্পস্তর্বক অর্পন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন করেন জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও পেশাজীবী সংগঠন। সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্সের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ পুলিশসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ফাঁসির মঞ্চ, যুদ্ধে ব্যবহৃত ঘোড়া ও মহিষের গাড়ী, লাটিয়াল বাহিনীসহ মুক্তিযোদ্ধারা বর্ণিল সাঁজে সজ্জিত হন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার আল আমীন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন. বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিভিল সার্জন ডা.আশুতোষ দাস প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন. মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল প্রমুখ। বক্তারা, মহান মক্তিযুদ্ধে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা স্মৃতিচারণ করেন। প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা ও জীবিত মুক্তিযোদ্ধাদের র্দীঘায়ূ কামনাসহ অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের সরকারি সুযোগ সুবিধার আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।