যুক্তরাজ্য: রুশ গোয়েন্দাকে নার্ভ গ্যাসে হত্যার চেষ্টা
যুক্তরাজ্যে বসবাসরত সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার কন্যাকে রাসায়নিক ভিএক্স নার্ভ গ্যাস দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা। যুক্তরাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার সহকারী কমিশনার মার্ক রাউলি জানান, ঘটনাস্থলে প্রথমেই যান একজন পুলিশ কর্মকর্তা। তার অবস্থা গুরুতর। গত রবিবার বিকেলে সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই ক্রিসপাল (৬৬) এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন ক্রিসপাল। কিন্তু যুক্তরাজ্যের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।