পীর হাবিবুর রহমান (ফেসবুক থেকে)-এদেশে যতো গালি রাজনীতিবিদদের জন্য। জেল নির্যাতন তাও রাজনীতিবিদ। সমালোচনা নিউজ রাজনীতিবিদদের কপালেই। সেটা হোক। রাজনীতিবিদ মানুষের নেতা, ভুল করলে খেসারত দেবেন। কখনো তালি কখনো গালি খাবেন। তাই বলে পাবলিক সার্ভেন্ট বা আমলারা কি সব ধুয়া তুলসি পাতা! সারাজীবন সব সরকারের আমলে বৃটিশের তৈরি আইনের ম্যাকিয়াভেলীর আমলাতন্ত্রের প্রভুর আসনে আরামে রাজত্ব করেন। অবসরের শেষে জুটে চুক্তিভিত্তিক নিয়োগ। সেটার সময় শেষ হলে আবার কপালে জুটে ফের দীর্ঘ নিয়োগ। তারা কর্মক্ষম। রাজনীতিবিদদের রোজ দল আইন ও জনগনের কাছে পরীক্ষা দিতে হয়। সারাজীবন দলের আদর্শে আপোসহীন থাকলেও কপালে কত দন্ড জুটে।
আমলারা হাসের মতোন মাছটা খেয়ে গা ঝাড়া দিয়ে কাদা মুছে চলেন। তাদের পরীক্ষা নাই। কে কোথা থেকে এলেন জানারও দরকার নাই। রাজার হালে নিরাপদ জীবন। চুক্তিভিত্তিক নিয়োগে অনন্তকাল থাকেন জনগনের টাকায় ক্ষমতার দাপটে। এটাও শেষ হলে জুটে যাবে এমপি মন্ত্রী কপালে। আহারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আফসোসে যথার্থই বলেছিলেন, রাজনীতি করলে বিসিএস পাশ করেই ,ইন্জিনিয়ার হয়েই ডাক্তার হয়েই রাজনীতি করুন। চাকরি করে অবসরে গিয়ে কেনো? আর আমি বলি অবসরে যাওয়ার পরেও জনগনের টাকায় তাদের ক্ষমতার আসনে কেনো দীর্ঘদিন বসানো হবে? এটা রেওয়াজে পরিনত করা হচ্ছে কেনো? আমলাদের এমন সুসসময় অতীতে কখনো আসেনি, আসবেওনা। দূর্ভাগ্য যে ঐতিহ্যবাহী গনতান্ত্রীক রাজনৈতিক দল আওয়ামীলীগের শাসনামলেই তারা যা চান তাই পান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn