রাজাকারের উত্তরসূরিদের আ.লীগে স্থান নেই- এমপি মানিক
ছাতক :: সুনামগঞ্জের ছাতকে মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সংসদ কমান্ড কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় সুনামগঞ্জসহ ছাতকের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কমিটিতে রাজাকারদের উত্তরসূরি বা রাজাকারদের সম্পত্তি ভোগকারী কাউকে যাতে নেতৃত্বে না দেওয়া হয় এই দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু। আরো উপস্থিত ছিলেন ছাতক থানার ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, নিজাম উদ্দিন বুলি, ফজর উদ্দিন, কবির উদ্দিন লালা, শাহাব উদ্দিন, আমির আলী বাদশা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শহিদুল ইসলাম, আবু শামীম, হুমায়ূন কবির রুবেল, সাহেব আলী, মাসুদ রানা, সাহাব উদ্দিন, মির্জা খছরু, ফিরোজ মিয়া, ছালেক মিয়া, আবুল হোসেন, উস্তার আলী, নুর উদ্দিন, জাকির হোসেন প্রমুখ। সভা শেষে মুহিবুর রহমান মানিক এমপির নেতৃত্বে শহরে বের করা হয় বিজয় র্যালি। পরে মুক্তিযোদ্ধাদের মিষ্টিমুখ করানো হয়।