ব্রিটেনের রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবারের সভা শেষে মন্ত্রী এ মন্তব্য করেন। গত ৩০ মে রাতে বিজয় সরণি মোড়ে গাড়িতে বসে কথা বলার সময় কেউ একজন টান দিয়ে পরিকল্পনামন্ত্রীর আইফোন এক্স মডেলের মুঠোফোনটি নিয়ে যায়। এর এক দিন পর ঘটনাটি প্রকাশ পায়। এ ঘটনায় মন্ত্রীর পিএস কাফরুল থানায় একটি মামলা করেন।
নিজের ব্যবহৃত আইফোনটি চুরি হওয়ার তিন সপ্তাহ পরও উদ্ধার হয়নি জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ফোন চুরির ঘটনা একটি স্বাভাবিক ঘটনা। আমার ফোনটি এখনও পাওয়া যায়নি। ‘তবে আমি এ নিয়ে চিন্তিত না। আমি শুনেছি লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও মোবাইল ফোন ছিনতাই হয়।’ ফোন চুরি হওয়া এবং তা এতদিনেও ফিরে না পাওয়া দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির লক্ষণ কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এটা মনে করি না। ফোন চুরি হওয়া একটা দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়ানো ঠিক হবে না। ‘সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। ফোনটি (যিনি) নিয়েছেন তিনি ফোনটি চালু করেননি। ফোন চালু না করলে কীভাবে উদ্ধার করা যাবে? ফোনটি এখন ডেড হয়ে আছে। ফোনটি চালু করলেই পাওয়া যেত।’
সংবাদ টি পড়া হয়েছে :
৯৪ বার