‘রিফ্রেশ’ বাটন বেশী চাপলে কম্পিউটারে কী হয় ?
রিফ্রেশ করলে কি ‘র্যাম’ ফ্রি হয়? কম্পিউটার কি ফাস্ট হয়? আরও সচল হয়? উত্তর, না। এর একটিও হয় না। তা হলে কী হয় রিফ্রেশ করলে? বললে বিশ্বাস করবেন না, এই অপশনটির কাজ খুবই নগণ্য। ডেস্কটপে যে আইকনগুলি থাকে, সেগুলিকেই ‘রিড্র’ করা ছাড়া রিফ্রেশ-এর আর কোনও কাজ নেই। র্যাম-এর সঙ্গে যেমন এর কোনও সম্পর্ক নেই, তেমনই কম্পিউটারের পারফর্ম্যান্সের সঙ্গেও এর আত্মীয়তার কথা ভাবা সঠিক নয়। অতএব, এবার থেকে রিফ্রেশ করার আগে দু’বার ভাবুন। বিশ্রাম দিন এফ৫ বাট্নকে।